বরিশালে দুই গ্রুপের সংর্ঘষে মহিলাসহ আহত ৭

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪২, জানুয়ারি ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধ নিয়ে হামলা সংঘর্ষে মহিলাসহ ৭জন আহতের খবর পাওয়া গেছ। গুরুতর আহত ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে মুফতি শামসুল হক বাহাদুরের বাড়ির জায়গায় একই এলাকার সুলতান বাহাদুর ও আবুল কালাম বাহাদুর জোর পূর্বক ঘর উত্তোলন করতে যায়। এসময় মুফতি শামসুল হক, তার মা সালেহা বেগম বাঁধা দিলে সুলতান বাহাদুর ও আবুল কালাম বাহাদুরের নেতৃত্বে লোকজন হামলা করে মুফতি শামসুল হক, তার মা সালেহা বেগম, বোন বিলকিছ বেগম আহত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় সুলতান বাহাদুর, আবুল কালাম বাহাদুরসহ আহত হয়েছে ৭জন। এসময় সুলতান বাহাদুর সালেহা বগমের শ্লীলতাহানী করে ঘটায় বলেও অভিযোগ পাওয়া গেছ। উভয় পক্ষের আহতদের ৫ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে মুফতি শামসুল হকের মা সালেহা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযো দায়ের করলে এসআই মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।