নলছিটিতে কলেজছাত্রীর আত্মহত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৪, জানুয়ারি ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে নাফিজা ইয়াসমিন অন্নি নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে নিজ গৃহের একটি কক্ষে তার ঝুলনো লাশ উদ্ধার করে তার স্বজনরা। নাফিজা ইয়াসমিন নলছিটি পৌরসভার ৭নং ওয়ার্ড নিবাসী ব্যবসায়ী হেলাল খলিফার দ্বিতীয় মেয়ে। নিহত কলেজ ছাত্রী নলছিটি সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেনীতে অধ্যয়নরত ছিলো। পারিবারিক সূত্রে জানা যায়- নিহত নাফিজা বেশ কিছু দিন ধরেই বিষন্ন ছিল। তবে কি কারনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সেটা তারা স্পষ্ট করে বলতে পারছেন না। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য আজ ঝালকাঠি পাঠানো হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন নলছিটি থানা ওসি(তদন্ত) আবদুল হালিম তালুকদার।