নিজস্ব প্রতিবেদক ॥ গণমানুষের মনের ভাষা যিঁনি অজান্তেই বুঝতে পারেন তিঁনি অন্যন্য রূপসী বাংলার স্বপ্ন দ্রষ্টা, সবুজ মাঠ ও মেঠোপথ থেকে উঠে আসা টুঙ্গিপাড়ার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর একান্ত প্রচেষ্টাই বছরের প্রথমদিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্য পুস্তক (বই) পৌছে দেওয়া হচ্ছে।
১ জানুয়ারি সকাল ১০ টায় বানারীপাড়া জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন কালে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,সহকারী শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ। এদিকে দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসায় একই সময়ে বই বিতরণ করা হয়েছে।