নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সভা সহ বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে পালন করেছে জেলা ও মহানগর বরিশাল কমিটি।
আজ শুক্রবার ১লা জানুয়ারী জুম্মাবাদ নগরীর অশি^নী কুমার টাউহল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্ঠা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল বলেন বর্তমান সরকার ও সাবেক ক্ষমতাশীন দল বিএনপি এদেশটাকে যে যার মত করে লুঠপাট করে ধ্বংশ করে দিয়েছে।
জাতীয় পার্টির মরহুম চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরসাদ বাংলাদেশের গ্রামগুলো উন্নয়নের পথ দেখিয়ে গেছে। জাতীয় পার্টি সব সময় দেশ উন্নয়নের জন্য জনগনের পাশে আছে।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি রফিকুল ইসলাম গফুর,রুস্তুম আলি খান, আখতার হোসেন শ্রুপুু,এ্যাড, আব্দুল জলিল,ফোরকান তালুকদার,জাকির হোসেন, মঞ্জুরুল আলম খোকন ও দিপু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে কেক কাটা সহ বেলুন-ফেস্টুন আকাশে অবমুক্ত করা হয়। এর পূর্বে সদররোডস্থ বায়তুল মোকাররম মসজিদে পার্টির চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।