নলছিটিতে উপজেলা ভাইস চেয়ারম্যানের ফলজ গাছের সাথে এ কেমন শত্র“তা
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীনের গ্রামের বাড়ির ফলজ বাগানের প্রায় অর্ধশত বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মফিজুর রহমান শাহীন নলছিটি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার কয়া গ্রামে ভাইস চেয়ারম্যান শাহীনের বাগান বাড়িতে কতিপয় দুর্বৃত্তরা প্রবেশ করে পেঁপে গাছ, আম গাছ ও লেবু গাছসহ প্রায় অর্ধশত ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁরা ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছে। বাগানের মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন জানান, দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় ভূমিলোভীদের কুনজর পড়েছে আমার কবলাকৃত জমি বাগানে। আমার ধারণা ও প্রতক্ষদর্শীদের ভাষ্য মতে ওই ভূমি লোভীরাই আমার ফলের গাছ কেটে ফেলেছে। এ ব্যাপারে তিনি থনায় লিখিত অভিযোগ দারের করবেন বলে জনান। এ ঘটনায় নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তাঁরা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।