গৌরনদী উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐক্যবদ্ধ পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস ও কোষাধ্যক্ষ জামিল মাহমুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী আমেনা বেগম হোমিও কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ কেএম সাঈয়েদ মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহামুদ, বরিশাল মেট্রোর বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য আতাউর রহমান চঞ্চল, সৌরভ হোসেন, জিএম জসিম হাসান, বিণয় কৃষ্ণ শিউলী, এইচএম লিজন, মাসুদ সরদার, এমডি ফাহাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।