নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের ঘুচরাকাঠি গ্রামের একটি খাল থেকে বুধবার দুপুরে রিনা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামীর নাম আল আমিন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,‘ মৃত্যুর কারণ উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
তবে স্থানীয় চেয়ারম্যান আনিচুর রহমান রব জানিয়েছেন, গৃহবধূর মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, খালে গোসল করতে গেলে মৃগী রোগ দেখা দেয়। এতে তিনি পানিতে ডুবে মারা গেছেন।’