৫ দফা দাবীতে আমতলীতে তৃতীয় শ্রেনীর কর্মচারীদের স্বারকলিপি প্রদান

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৯, ডিসেম্বর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ১১ তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতি ও পদের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবীতে আমতলী উপজেলা বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দিয়েছেন। মঙ্গলবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ আমতলী উপজেলা শাখার সভাপতি মো. বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম হাদির নেতৃত্বে মঙ্গলবার ইউএনও মো. আসাদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মো রফিজ উদ্দিন, মো. জামাল হোসেন, মো. মাসুম বিল্লাহ, মো. জামান মিয়া ও মো. হানিফ প্রমুখ। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করা, নূন্যতম বেতন গ্রেড ১১ তম প্রদান, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্তকর্তা ও অফিস সুপার নামকরন করা, শিক্ষা মন্ত্রনালয়ের প্রনীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির দাবী করেন।