কলাপাড়ায় আইডিইবি’র সুবর্ণ জয়ন্তি পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৭, ডিসেম্বর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় গন প্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আইডিইবি’র কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আইডিইবি’র সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো: মহর আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইডিইবি’র পটুয়াখালী জেলা নির্বাহী কমিটির সভাপতি মো: আবু বকর সিদ্দিক, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু, শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইডিইবি’র কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: নুরুল হক।