বরিশালে অস্ত্রসহ হামলা-মামলার আসামী গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ২১:৪৫, ডিসেম্বর ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা পুলিশ শ্রীপুরে অভিযান চালিয়ে গতকাল সোমবার আগ্নে অস্ত্র ও ধারালো অস্ত্র সহ হাসান জমাদ্দার (৩৫) ও আঃ ছালাম সবুজ (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃর্ত দুইজনেই শ্রীপুরের আনন্দ বাজার এলাকার কয়েকদিন আগে হামলা-লুঠপাট ও কয়েকজহনকে কুপিয়ে জখম করা মামলার আসামী। মেহেন্দিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান ইলিশা কোড়ালিয়া গ্রামে হাসান তার মামা শশুর অহিদ হাওলাদারের কাড়িতে লুকিয়ে ছিল। তাকে আটকের পর তার কাছ থেকে একটি পাইপগান ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।অপর আসামী সবুজ হামলা-মালা ও লুঠপাট কারী মামলার আসামী।