বরিশাল মহানগর যুবদলের সম্পাদক মাজহারুল হক জাহান

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৪, ডিসেম্বর ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল মহানগর যুবদলের এ্যাড. মাজহারুল হক জাহানকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (২৭ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ বরিশাল মহানগর সাবেক সাধারন সম্পাদক মাসুদ হাসানকে দল থেকে বহিস্কার করায় তার স্থানে জাহানকে সম্পাদক মনোনিত করেন। পরবর্তী নতুন কোন নির্দেশ না আসা পর্যন্ত জাহানকে দলের দায়ীত্ব চালিয়ে যাওয়ার আহবান করেন। উল্লেখ্য, ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের সামনে একটি অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে মাসুদ হাসান মামুনসহ দলের ৬ জনকে বহিস্কার করা হয়।