বাংলাদেশ ছাত্রমৈত্রীর বরিশাল জেলা ও নগর কাউন্সিল সম্পন

দেশ জনপদ ডেস্ক | ২০:৪৯, ডিসেম্বর ২৮ ২০২০ মিনিট

  নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর ও জেলা ছাত্রমৈত্রীর কাইন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়ে। আজ সোমবার সকাল ১১ টায় নগরীরর ফকিরবাড়ি রোডস্থ ওয়ার্কার্স পার্টি অফিসে, ছাত্র মৈত্রী বরিশাল নগরের বিদায়ী সভাপতি শামিল শাহরোখ তমালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়াকার্র্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক কমরেড টিপু সুলতান,জেলা নেতা বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ। বক্তব্য রাখেন মিন্টু দে,সুমন আকন জুয়েল,পাপিয়া আফরোজ,ইমরান নুর নিরব, আলি হোসেন প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতি ক্রমে নগরে ইমরান নুর নিরব কে সভাপতি,পাপিয়া আফরোজ কে সাধারণ সম্পাদক এবং আরাফাত শাওন কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের নগর কমিটি গঠন করা হয়। এইচ এম আলি হোসেনকে সভাপতি,মোঃ রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং চন্দন শীল কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের বরিশাল জেলা কমিটি ঘোষনা করা হয়।