শেবাচিম’র দু’চিকিৎসকের পদোন্নতি

দেশ জনপদ ডেস্ক | ২২:৩১, ডিসেম্বর ২৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) অর্থোপেডিক্স সার্জারির দু’চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পদোন্নতি প্রাপ্তরা হলেন শেবাচিম বহিঃবিভাগের আবাসিক চিকিৎসক মাসরেফুল ইসলাম সৈকত ও ইনডোর বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সুদীপ কুমার হালদার। গত ১৪ ডিসেম্বর ডিপিসি বোর্ডের মাধ্যমে ওই দু’চিকিৎসককে কনসাল্ট্যান্ট পদে পদোন্নতি দেয় মন্ত্রণালয়। উল্লেখ্য, আবাসিক চিকিৎসক মাসরেফুল ইসলাম সৈকত বাংলাদেশ মেডিকেল চিকিৎসক সংগঠন (বিএমএ) বরিশালের সাংগঠনিক সম্পাদক। ২০১৩ সালের বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন মাসরেফুল ইসলাম সৈকত। পরে পঙ্গু হাসপাতাল থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে পদোন্নতি পান। এছাড়া ডাক্তার সুদীপ হালদার শেবাচিমের ইনডোর ডক্টর্স এ্যাসোসিয়েশনের সভাপতি। ২০১০ সালে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার পদে যোগদান করেন। এরপর তিনি ভান্ডারিয়া, মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে যোগদান করেন। যোগদানের পর ২০১৬ সালে অর্থোপেডিক্স সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে সহকারি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ১৪ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিপিসি বোর্ডের মাধ্যমে অর্থোপেডিক সার্জারি তে কনসালট্যান্ট হিসেবে পদোন্নতি পান।