পুলিশের ডিসি পদে রদবদল

কামরুন নাহার | ০১:০৪, জানুয়ারি ২৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর উপ-পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ে রদবদল করা হয়েছে। সম্প্রতি পুলিশ কমিশনারের নির্দেশে এ রদবদল করা হয়। নগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ডিসি পর্যায়ে রদবদল করা হয়েছে। ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার মো. খায়রুল আলমকে উত্তর জোনের (কাউনিয়া ও এয়ারপোর্ট থানা) দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেনকে। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ থেকে বদলি হয়ে এসেছেন তিনি। অপরদিকে দক্ষিণ জোনের (কোতয়ালী মডেল এবং বন্দর থানা) দায়িত্ব দেয়া হয়েছে উপ-পুলিশ কমিশনার মো. মোখতার হোসেনকে। ইতিপূর্বে তিনি মহানগরীর উত্তর জোনের উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। এরই মধ্যে গত মঙ্গলবার দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব বুঝে নিয়েছেন মোখতার হোসেন। এদিকে দক্ষিণ জোনের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর মল্লিককে নগর বিশেষ শাখা (সিটিএসবি) এর দায়িত্বে ফিরিয়ে নেয়া হয়েছে। বিএমপি সাবেক উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা’র বদলির পরে জাহাঙ্গীর মল্লিককে এই জোনের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর দায়িত্ব দেয়া হয়েছে উপ-পুলিশ কমিশনার আবু সালেহকে। ইতিপূর্বে তিনি ডিবি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন। পদোন্নতি পরবর্তী তাকে ডিবি’র ডিসি’র দায়িত্ব দেয়া হয়েছে।