ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৬, ডিসেম্বর ২৬ ২০২০ মিনিট

রির্পোট দেশ জনপদ ॥ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারি মাসে ঢাকায় আসছেন। তার সফরের প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় সফর করবেন। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষ তার সফরের প্রস্তুতি নিচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সেদেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ৫ বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন