সিটি নির্বাচনে কোনো অনিয়ম করলে ব্যবস্থা- সিইসি

কামরুন নাহার | ০০:৫০, জানুয়ারি ২৩ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ ঢাকার দুই সিটি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। আমাদের কাছে অভিযোগ এলে অনিয়মে কারা জড়িত, তা দেখে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছে ইসি। যার ভোট সে যেন দিতে পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন সিইসি। নুরুল হুদা বলেন, ভোটকেন্দ্রে এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। এসময় নুরুল হুদা বলেন, ভোটের বাক্স কেউ যেন না নিতে পারে, সেজন্য ইভিএম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, সবার নজর ঢাকা সিটির ভোটের দিকে। আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভোটে সবাই মহা উৎসবের আমেজে রয়েছে। এর যথাযথ গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটের মাঠে যে কোনো অভিযোগ সঠিকভাবে মিটিয়ে ফেলার নির্দেশনা দেন তিনি।