বরিশাল ৭৭০ বোতল ফেনসিডিলসহ আটক ১

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৬, ডিসেম্বর ২৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ফরিদপুরের মধুখালী থানার আড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে ৭শ’ ৭০ বোতল ফেনসিডিলসহ মো. রুস্তম ফকির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার রাতে আটক রুস্তুম নাটোরের বাঘাতিপাড়া থানার শিবপাড়া গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফেনসিডিলসহ মধুখালী থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।