বরিশালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৮, ডিসেম্বর ২৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলায় করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান, শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। অনুষ্ঠানে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ১৪৬ জনের মাঝে ৫ হাজার টাকার করে চেক, প্রত্যেককে একটি করে কম্বল (শীতবস্ত্র), ২টি করে মাস্ক এবং ১টি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।