মুস্তাফিজ-মাশরাফিদের নতুন বোলিং কোচ গিবসন

কামরুন নাহার | ০০:৪৮, জানুয়ারি ২৩ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ দক্ষিণ আফ্রিকার শার্ল ল্যাঙ্গেভেল্টের স্থলাভিষিক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক হেড কোচ ওটিস গিবসন। এবারের বঙ্গবন্ধু বিপিএল চলাকালে টাইগারদের পেস বোলিং কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের বোলিং কোচের দায়িত্ব পালন করা এই ক্যারিবিয়ান। শেষ পর্যন্ত মুস্তাফিজ-মাশরাফিদের পেস বোলিং কোচ হিসেবে তাকেই নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, গিবসনের সঙ্গে আলোচনা আরো আগেই চূড়ান্ত হয়ে গেলেও চুক্তি সই না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছিল না বিসিবি। তবে সেটিও হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গিবসনকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা জানায় বিসিবি। উল্লেখ্য, কোচ হিসেবে ব্যাপক সুনাম রয়েছে ৫০ বছর বয়সী গিবসনের। তার অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দুই দফায় ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি। তাছাড়া সর্বশেষ দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন এই ক্যারিবিয়ান।