আগৈলঝাড়ায় হতদরিদ্রদের মাঝে হাসানাত আবদুল্লাহ’র বরাদ্দের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় হতদরিদ্র শীতার্তদের মাঝে জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বরাদ্দকৃত তহবিলের ২হাজার ৩শ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাকাল ইউনিয়নের দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। এসময় ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের দুঃস্থদের জন্য এমপি’র বরাদ্দকৃত ৪৬০পিস কম্বল হিসেবে ৫টি ইউনিয়নে মোট ২হাজার ৩শ পিস কম্বল বণ্টন করা হয়েছে। বুধবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যানরা তাদের এলাকায় কম্বল বিতরণ করবেন।