রাজাপুরে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৪, ডিসেম্বর ২৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়ায় এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুন অর রশীদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। রাজাপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারের জন্য দুই শতক জমির ওপর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৩৩৩ টি গৃহ নির্মাণ করা হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।