আগৈলঝাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৬, ডিসেম্বর ২৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন প্রধান শিক্ষক। থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের নতুন বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে নিজের স্কুলে ফিরছিলেন রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও ওই স্কুলের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)। পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সাথে সংঘর্ষে প্রধান শিক্ষক বাবুল সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। নিহত বাসুদের রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে। গুরুতর আহত অপর শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ফিরে সত্যতা স্বীকার করে এসআই আলী হোসেন জানান, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে।