বরিশালে শিক্ষার্থীদের বই নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ার রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫) শিক্ষার্থীদের বই নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কের বাগপাড়া নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসুদেব বিশ্বাস একই উপজেলার রামানন্দেরআঁক গ্রামের হিরালাল বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫) মোটরসাইকেলযোগে উপজেলা পরিষদে যান নতুন বছরের বই নিয়ে আসতে। সেখান থেকে বই সংগ্রহ করে গাড়িতে তুলে তারা পুনরায় মোটরসাইকেলযোগে ফেরার পথে বাগপাড়া নামক স্থানে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বাসুদেব বিশ্বাকে (৪৫) মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক দেখে বাবুল হোসেন সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’