পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর মর্মান্তিক মৃত্যু
দেশ জনপদ ডেস্ক|২২:০৯, ডিসেম্বর ২১ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কেএম মোস্তাফিজুর রহমান জিতু নামের এক সংবাদকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিতু পাথরঘাটা উপজেলার ৬ নম্বর কাকচিড়া ইউনিয়নের রুপধন এলাকার শাহিন মেম্বারের ছেলে এবং দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রবিবার (২০ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে পাথরঘাটা উপজেলার ৬ নম্বর কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি স্কুল ব্রিজ এলাকায় তিনি জেলা আনসার ভিডিপি কর্মকর্তার গাড়ির সঙ্গে দুর্ঘটনার শিকার হন।
এসময়ে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জিতু দুপুর বারোটার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে বাইনচটকি ফেরিঘাট এলাকায় জেলা আনসার ব্যাটালিয়নের একটি পিকআপভ্যান তার মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে জিতু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তখন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আবু সুলাইমান গাড়িতে ছিলেন।
পাথরঘাটা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, পাথরঘাটায় অফিসিয়াল কাজ শেষে বরগুনা জেলা অফিসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এদিকে সাংবাদিক জিতুর মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা সড়ক অবরোধ এবং আনসার ভিডিপির গাড়ি ভাঙচুর করে। তারা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট আবু সুলাইমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রিজন ভ্যান চালক মিজানুর রহমান সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (চার) সদস্যকে বাইনচটকি স্কুলে অবরুদ্ধ করে রাখে।
পরে ঘটনাস্থলে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা গিয়ে অতিরিক্ত পুলিশ ও ব্যাটালিয়ান মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আসলে ঘটনাটি খুবই দুঃখ জনক। তিনি আরও বলেন, আমরা এলাকার উত্তেজক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পাশাপাশি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। এবিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।