বরগুনায় ট্রলারের উপর ভেঙ্গে পরলো ব্রিজ, আহত ৪ 

কামরুন নাহার | ১৯:৫০, জানুয়ারি ২২ ২০২০ মিনিট

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে বেড়ের ধন নদীতে আযরন ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় তৎক্ষনিত নদিতে ডুবে যায় একটি মালামাল ভর্তি ট্রলার তবে ট্রলারে থাকা লোকজন প্রানে বেঁচে গেলেও মারাত্মক আহত হন ৬জন। তাদেরকে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। হতাহতদের বেশিরভাগই কিশোর।আকস্মিকভাবে ব্রিজটি ভেঙে পড়ার কারণ হিসাবে বলা হয়েছে, মালামাল ভর্তি ট্রলারটি নৌপথে আসার সময় সন্ধ্যা ঘনিয়ে আসলে অনিচ্ছাবসত ব্রিজটির আয়রণ খুঁটির  সাথে ধাক্কা লাগে যার ফলে এটি মূহুর্তের মধ্যেই ভেঙ্গে পড়ে ট্রলারের উপর । আহত হয় মধ্যে থাকা লোকজন ও মালামালসহ ট্রলারটি ডুবে যায় । মঙ্গলবার রাতে ও বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়,  মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টায় বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলার সংযোগ ব্রিজটি বেড়েরধন নদিতে ভেঙ্গে পরে। নদির একপাশে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩০হাজার লোকের বসবাস ও অন্যপাড়ে মির্জাগঞ্জ উপজেলার আমাড়াগাছিয়া ইউনিয়ন সহ ডোমরাবাদ এলাকার প্রায় ২৫ হাজার লোকের বসবাস। নৌপথে চলাচলেরও একমাত্র মাধ্যম বেড়েধন নদি। আকস্মিকভাবে ব্রিজটি ভেঙ্গে পরায় যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিপাকে পরেছেন দুই পারের মানুষ।

দুই পাড়ের বসবাসরত একাধিক বাসিন্দা বলেন,বহুদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিলো। আয়রণের খঁটি ভেঙ্গে যাওয়ার ফলে দেবে যায় ব্রিজটি। ভাড়ীযান চলাচলে অযোগ্য হলেও লোকজন চলাচল করতে পারতো। এখন ব্রিজটি ভাঙ্গার ফলে নৌপথ ও সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ট্রলারে থাকা আহত ট্রলার মালিক মো. সালাউদ্দিন বলেন, এলাকার ধান ক্রয় করে যাওয়ার পথে সন্ধ্যা ঘনিয়ে আসলে কুয়াশার জন্য ট্রলার চালক ব্রিজের খুঁটি দেখতে না পেলে দূর্ঘটনাটি ঘটে। ট্রলারে থাকা সকলেই আহত হয়েছেন। আশংঙ্কাজনক যারা তাদরকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। হঠাৎ করে কেঁদে বলেন, ট্রলারও গেলো ব্যবসাও শেষ হয়ে গেলো একদম পথে বসে গেলাম। তারপরও শুকরিয়া যে সবাই প্রাণে বেঁচে ফিরেছি ।
রিপোর্টটি লেখা পর্যন্ত ভাঙ্গা ব্রিজের নিচ থেকে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান সকলকে আস্বস্ত করে বলেন,‘ অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।