মামলা তদন্ত-নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের তদারকির নির্দেশ বিএমপি কমিশনারের

দেশ জনপদ ডেস্ক | ২১:৪৮, ডিসেম্বর ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, জনসম্পৃক্ততা বাড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে মানুষের দোরগোড়ায় নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত সেবা পৌঁছে দিতে হবে। প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেফতারি ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো মামলা পেন্ডিং থাকবে না। মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারও কোনো গাফেলতি হচ্ছে কিনা বা কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত তদারকি করার নির্দেশ দেন তিনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। সোমবার দিনভর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ কমিশনার মো. নাসিরউদ্দীন মল্লিকের সঞ্চালনায় সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার মো. খাইরুল আলম, উপ-কমিশনার খান মুহাম্মদ আবু নাসের, উপ-কমিশনার মো. মনজুর রহমানসহ পুলিশ পরিদর্শক পর্যায়ের কর্মকর্তা এবং মেডিকেল কলেজের ডাক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।