বরিশালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষা-চিকিৎসায় অনুদানের চেক বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ২১:৪৫, ডিসেম্বর ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ২১০ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সন্তানের জন্য শিক্ষা, চিকিৎসা, কন্যা বিবাহ ও এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি এই অনুদান দেয়। সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে সোমবার সকালে বরিশাল সার্কিজ হাউজে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সংগঠনের জেলা কমিটির সভাপতি প্রফেসর মাকসুদুর রহমান খানের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু জহির ও সহসভাপতি নুরুল ইসলাম খান। অনুষ্ঠানে ২১০ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষা, চিকিৎসা, কন্যা বিবাহ ও এককালীন অনুদানের ৬ লাখ ৫৮ হাজার ৭শ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু জহির এই তথ্য নিশ্চিত করেছেন।