বরিশালে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতের দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রিনা বেগম (৩৫) নামের ওই নারীর স্বামী সৌদি প্রবাসী। তাদের দুটি সন্তান রয়েছে।
স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, সোমবার রাতে বিষপান করেন রিনা। তখনই তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
এ ঘটনায় বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।