বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৭:০৭, ডিসেম্বর ১৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের নগরে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ ডিসেম্বর) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের সহযোগিতায় অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ্ শোয়াইরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আপন বেকারির প্রোপাইটর আবুল কালাম আজাদ, শশী মিস্টান্ন ভান্ডারের প্রোপাইটর পুতুল রানী দত্ত ও রয়েল রেস্তোরাঁর প্রোপাইটর মো. আব্দুল ছালাম সিকদারকে অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক মোট সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।