বরিশালে মাদক মামলায় একজনের ৮ বছর কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৭, ডিসেম্বর ১৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মাদক মামলায় শাকিল ঘরামী নামে এক মাদককারবারিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাকিল বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মৃত আক্কাস আলী ঘরামীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালেল ১১ অক্টোবর র‌্যাব-৮ বরিশালের স্পেশালাইজড কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালায়। এ সময় দণ্ডপ্রাপ্ত শাকিলকে ২৯৬ ইয়াবা বড়িসহ আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. কামরুল ইসলাম গৌরনদী থানায় মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন।