স্কুলের নিয়োগ নিয়ে দুর্নীতিতে মামলা

দেশ জনপদ ডেস্ক | ২৩:১৫, ডিসেম্বর ১২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে অর্থের বিনিময়ে পক্ষাগাতগ্রস্থ ব্যক্তিকে নিয়োগ ও রেজুলেশনে স্বাক্ষর না নেয়ার অভিযোগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বাকেরগঞ্জ সহকারি জজ আদালতে বাখরকাঠি বিআইটি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও অভিভাবক সদস্য ফাতেমা বেগম যৌথভাবে মামলাটি দায়ের করেন। আদালতে বিচারক ফাতেমাতুজ্জোহরা মুনা মামলাটির আদেশ দানে পরবর্তী দিন ধার্য্যরে নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত অন্যান্যরা হলেন প্রধানশিক্ষক ও সম্পাদক, শিক্ষক সদস্য শহিদুল ইসলাম, সজল কুমার সিকদার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মৌসুমী আক্তার তানিয়া, অভিভাবক সদস্য শেখ ইউনুস, খলিল প্যাদা, সোহরাব বিশ্বাস, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ইয়াসমিন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক, রুপালী ব্যাংক বরিশাল সাগরদী শাখার ব্যবস্থাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক। মামলা পরিচালনাকারি আইনজীবী আজাদ রহমান জানান, চলতি বছর ৭ অক্টোবর জাতীয় দৈনিক পত্রিকায় বাকেরগঞ্জ আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। ১৯ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সকল যোগ্যতা থাকায় নিজাম উদ্দিন প্রধান শিক্ষক পদে আবেদন করেন। কিন্তু ২৫ অক্টোবর নিজাম উদ্দিনকে প্রবেশপত্র না দিয়ে তার আবেদনটি বাছাইকালে বেআইনীভাবে বাতিল করেন। পরে নিজাম উদ্দিন খোঁজ নিয়ে জানতে পারেন, ম্যানেজিং কমিটি তাদের নিজস্ব ও একদলীয় লোককে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে কিছু ডামি ক্যান্ডিডেটের আবেদন জমা দেখিয়ে এবং কয়েক লাখ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে একতরফাভাবে ওই পদে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে নিয়োগ দেয়ার পায়তারায় লিপ্ত রয়েছেন। নিজাম উদ্দিনের সকল যোগ্যতা ও অভিজ্ঞগতা থাকার কারণে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচিত হতে পারেন আশংকায় কমিটি তার আবেদনটি বাতিল করেন। অপরদিকে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত রেজুলেশনে ফাতেমা বেগমসহ ম্যানেজিং কমিটির অপরাপর সদস্যদের কোন প্রকার স্বাক্ষর নেয়া হয়নি। এতে গত ২৯ নভেম্বর সর্বশেষ রেজুলেশন বহিতে স্বাক্ষর না নেয়ার বিষয়টি ফাতেমা বেগম কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের কাছে জানতে চাইলে তারা তাকে নিয়োগ বিষয়ে সংশ্লিষ্ট করবেন না এবং একই দিন নিজাম উদ্দিনকে প্রবেশপত্র দেয়া হবে না বলে জানিয়ে দেন। এ ঘটনায় মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।