নাগরিক তথ্য সংগ্রহে সফলতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ
কামরুন নাহার|২৩:৪৪, জানুয়ারি ২১ ২০২০ মিনিট
মির নাজমুল ॥ নাগরিক তথ্য সংগ্রহে সফলতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কোন প্রকার চাপ কিংবা বল প্রয়োগ ছাড়াই মোটিভেশনাল পদ্ধতিতে নগরীর বাড়ীর মালিক, স্থাপনা, প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্যাবলী সংগ্রহে লক্ষাধিক ফরম বিতরণ করে প্রায় শতভাগ তথ্য সংগ্রহ করতে সক্ষম হচ্ছে বিএমপি পুলিশ। পুলিশের উদ্যোগে অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে থানা এলাকার জনগনের তথ্য সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে এন্ট্রি নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছর জন সম্পৃক্তার মধ্য দিয়ে বেশ ঘটা করে বিএমপি পুলিশের উদ্যোগে নাগরিকদের মধ্যে বিনামুল্যে তথ্য ফরম বিতরণ করা হয়। ফরমটিতে এনআইডি ও বর্তমান ঠিকানাসহ প্রায় ১১ ধরণের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে এসকল তথ্য সংগ্রহ করে অপরাধ প্রবণতা ও অপরাধ নিয়ন্ত্রণে বেশ কার্যকরী ভুমিকা রাখবে বলে মনে করছেন বিএমপি কমিশনার। এ ব্যাপারে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন, ইতিমধ্যে আমরা ৭০ হাজারের বেশি ফরম সংগ্রহণ করতে পেরেছি এবং তা আমাদের আইটি বিভাগের সফটওয়্যারে আপলোড দিয়েছে। এতে যেকোন প্রয়োজনে পুলিশিং কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং নাগরিক সুবিধাও বহুমাত্রিকতার সাথে দ্রুত দেওয়া সম্ভব। এনিয়ে তিনি আরো বলেন, থানা, কমিউনিটি পুলিশিং, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, ফটোকপির দোকান, মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফরম বিতরণ শেষে আমাদের ওয়ার্ড পর্যায়ের পুলিশ সদস্যরা তা সংগ্রহ করছে। আর নাগরিক তথ্য ফরম একটি চলমান প্রক্রিয়া কারণ প্রতিদিনই নগরীতে মানুষ আসা-যাওয়া করছে যে কারণে তথ্য ফরমেরও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তাই এটি একটি চলমান প্রক্রিয়া বা সিস্টেম। আর কেউ যদি এ তথ্য ফরম পুরণ করতে না চায় তখন তাকে এর উপকারিতা বুজিয়ে রাজি করাতে হবে। এক্ষেত্রে কোন প্রকার বল প্রয়োগ বা চাপ প্রয়োগ করা যাবে না। এই কারণে এ ফরমের বহুমাত্রিক সুবিধা রয়েছে। কোন ঘটনার প্রেক্ষিতে যদি কোন প্রকার ঘাটাঘাটি ছাড়াই অপরাধ ও অপরাধি পর্যন্ত পৌছানো যায় তাহলে পার্শ্ববর্তীদের কোন প্রকার ঝামেলা পোহাতে হয়না। কিন্তু তথ্য ফরমে যদি ভুল তথ্য দেয়া হয় তাহলে কিভাবে সংগ্রহ করা হবে জানতে চাইলে তিনি আরো বলেন, তথ্য ফরম যখন ওয়ার্ড পর্যায় থেকে সংগ্রহ করা হয় তখনই তা সর্তকতার সাথে দেখা হয় এরপরও যখন এগুলো আইটি সেকশনে আসে তখন তা চুড়ান্তভাবে যাচাই-বাছাই করা হয়। সুত্রে জানা গেছে, গত বছর নগরীর টাউন হল চত্বর থেকে বিএমপি পুলিশ বেলুন উড়িয়ে তথ্য ফরম সংগ্রহের কার্যক্রম উদ্ভোধন করেন। এরপর নগরীর প্রতিটি ওয়ার্ডে পুলিশের উদ্যোগে তথ্য ফরমের ব্যাপারে মাইকিং ও জনবহুল স্পটগুলোতে ব্যানার, লিফলেট বিতরণসহ মসজিদে জুমার খুতবায় এ তথ্য ফরমের সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ফটোকপির দোকানগুলোতে নাগরিক তথ্য ফরম পাওয়া যায় মর্মে লিফলেট লাগিয়ে রাখা হয় যাতে নাগরিকরা সহজেই এ তথ্য ফরম পুরণ করতে সক্ষম হয়। ওয়ার্ড কাউন্সিলর অফিসগুলোতে বিএমপির উদ্যোগে ফ্রি দেয়া হয় এতথ্য ফরম। এব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বলেন, পুলিশ আমাদেরকে দু’কপি দিয়ে এসেছে এবং আমরা তা ফটোকপি করে নাগরিকদের দিয়ে থাকি আবার ফরম পুরণ আমাদের কাছে দিয়ে যায় এরপর পুলিশ এসে তা নিয়ে যায়। এভাবেই চলছে নাগরিক তথ্য ফরম বিতরণ ও জমা দেয়ার কাজ। অপরদিকে এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ড বাসিন্দা নাম অপ্রকাশের শর্তে বলেন, ফরম বিতরণের পর তা পুরণ করে জমা দেয়ার জন্য স্থানীয় মুদি দোকানে দিয়ে যেতে বলে পুলিশ এবং ওখান থেকে তারা নিয়ে যাবে। কিন্তু আমার কথা হলো আমার পরিবারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্যাবলী ফরমে দেয়া থাকে আর এ ফরমটি যদি সরাসরি পুলিশের কাছে দেয়া যেতো তাহলে নিরাপদ তথ্য প্রদান আরো নিশ্চিত হতো। কারন দোকানদার থেকে তথ্য যে কোন দুস্কৃতির কাছে পৌছাবেনা তার কোন নিশ্চয়তা নেই। এব্যাপারে বিএমপি কমিশনার আরো বলেন, যৌক্তিকতার এবিষয়টিতে আমাদের সর্তকর্তা রয়েছে এবং উদ্বিঘœতার কারণ নেই।