কাউখালী উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের সমন্বয়ে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৫, ডিসেম্বর ১২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ‘‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের সমন্বয়ে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা আজ শনিবার সকালে উপজেলা সড়কে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা। কাউখালী উপজেলা প্রশাসন আয়োজনে এই সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর যথাযথ সম্মান ও মর্যাদা সর্বদা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।