গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্চুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বরিশালের গৌরনদী উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার সকালে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, ওসি আফজাল হোসেনসহ অন্যান্যরা।