মেহেন্দিগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ ‘‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’’ স্লোগানের মধ্যে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মেহেন্দিগঞ্জ সরকরি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ থানা ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেণ। মানববন্ধনে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।