নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নানা আয়োজনে ৪র্থ ডিজিটাল দিবস-২০২০ পালিত হয়েছে। শনিবার উপজেলা মিলনায়তনে দিবসটি নিয়ে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বক্তব্য প্রতিযোগিতার মাধ্যমে যথাযথভাবে দিবসটি উদযাপন করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো: রাসলে মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তপতী চৌধুরী,
উপজেলা সহকারী প্রোগ্রামার মো: মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আবদুল জব্বার কলেজের শিক্ষকবৃন্ধ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্ধ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান।