নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার আমতলী-তালতলী উপজেলা মাবধিকার কমিশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৭২ তম বিশ^ মানবধিকার কমিশন দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বনাঢ্য র্যালী ও আলোচনা সভা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বনাঢ্য র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা মানবধিকার কমিশনের সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-বরগুনা জেলা মানবধিকার কমিশনের সমন্বয়কারী আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফকির, তালতলী মানবধিকার কমিশনে সভাপতি সাংবাদিক মোঃ জসিম উদ্দিন সিকদার।
বক্তব্য রাখেন আমতলী মানবধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তিঠু ও পৌর মানবধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আবু জিহাদ প্রমুখ।