উজিরপুরে আবুল হাসানাত আবদুল্লাহ’র ৭৩ তম জন্মদিন উদযাপন
দেশ জনপদ ডেস্ক|১৮:৪৪, ডিসেম্বর ১০ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধুর ভাগ্নে, কৃষক কুলের নয়নের মণি মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত এর সুযোগ্য পুত্র, বরিশাল আ’লীগের রাজনৈতিক অভিভাবক, পার্ব্যত শান্তিচুক্তি বাস্তবায়নের প্রণেতা, সাবেক চীফ হুইপ, মন্ত্রী পদমর্যাদায়, বরিশাল জেলার আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ‘এমপি’র, ৭৩ তম শুভ জন্মদিন উপলক্ষে উজিরপুর উপজেলার আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কেটে এবং তার সুসাস্থ ও দির্ঘায়ু কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
দলীয় কার্যালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সফল পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উজিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, সহ সভাপতি অশোক কুমার হালদার, সহ সভাপতি মোঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল কুমার বাইন অনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সরোয়ার হোসেন সহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক(প্যানেল মেয়র) মোঃ হেমায়েত উদ্দিন হিমু, উজিরপুর আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, বিপ্লবী সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক কাউন্সিলর বাবুল সিকদার, পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ রিপন মোল্লা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।