নেছারাবাদে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৭, ডিসেম্বর ১০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী গগন গ্রামের বেলুয়া নদী সংলগ্ন খালের মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা গগন এলাকার খালের মোহনার ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ আউয়াল কবির জানান, অর্ধগলিত মরদেহের গায়ে সাদা কালো রঙয়ের একটি জ্যাকেট রয়েছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।