নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বরিশালে অবস্থান কর্মসূচি
দেশ জনপদ ডেস্ক|১৮:০২, ডিসেম্বর ১০ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ ধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বরিশালে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর শাহ্ সাজেদা, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলল কহিনুর বেগম, নারী নেত্রী খালেদা হক, উন্নয়ন সংগঠক কাজী জাহাঙ্গীর কবির, রফিকুল ইসলাম ও রনজিত দত্ত্ব প্রমুখ। বক্তারা নারী নির্যাতনকে না বলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।