ভোলায় এমভি ফারহান ৪ লঞ্চের ধাক্কায় নিখোঁজ সেই জেলের লাশ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৪, ডিসেম্বর ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনায় ঢাকা টু হাতিয়া রুটে চলাচলকারী লঞ্চ এমভি ফারহান ৪ লঞ্চের ধাক্কায় নিখোঁজ সেই জেলের লাশ উদ্ধার করলো কোস্টগার্ড। নিখোঁজের ৩দিন পর গতকাল বুধবার লাশটি উদ্ধার পরবর্তী পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা। এর আগে নিহত জেলে আল আমিনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়। কোস্টগার্ড সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মেঘনায় টহল পরিচালনা করার সময় গতকাল বুধবার দুপুর ২ টায় ধরনীরখাল সংলগ্ন মেঘনায় নিখোঁজের ৩দিন পর জেলের লাশ ভাসতে দেখেন। পরে তারা লাশটি উদ্ধার করে চৌমুহনী লঞ্চঘাটে এনে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জেলের লাশ গ্রহণ করে থানায় নিয়ে আসেন। এবং পরে লাশের ময়নাতদন্তের জন্য ভোলা মর্গের প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন পুলিশ। তাৎক্ষণিক জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহত জেলে আল আমীনের (১৯) পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এদিকে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় উপজেলা প্রশাসন। তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদ বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার মেঘনায় টাহল পরিচালনার সময় ধরনীরখাল সংলগ্ন মেঘনায় নিখোঁজ জেলের লাশ ভাসতে দেখা যায়। পরবর্তীতে তাদের সদস্যরা লাশটি উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক বলেন, নিহত যুবকের লাশ কোস্টগার্ড উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করলে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা নগদ অনুদান দেয়া হবে। পরবর্তীতে তার পরিবারকে আরও সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।