লালমোহনে বেগম রোকেয়া দিবসে বিশেষ অবদানে জয়ীতা পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ লালমোহনে বেগম রোকেয়া দিবসে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জয়ীতা পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ও উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পৃথক অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জয়ীতা পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জয়ীতা পুরস্কার পেয়েছেন পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা আক্তার।
কর্মঢ উদ্যমী শিক্ষিকা রেহেনা আক্তার নিজ কর্মের মাধ্যমে সমাজে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন। স্বামী পৌর আওয়ামী লীগ নেতা রফিজল ইসলামের সহযোগিতার মাধ্যমে নিজ কর্মগুনে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছেন রেহানা আক্তার। তিনি জেলা প্রশাসকের হাত থেকে এ পুরস্কার গ্রহন করেন।
এছাড়াও পৌর মহিলালীগ সভানেত্রী সালমা জাহান বুলুসহ পাঁচ নারী জয়ীতা পুরস্কার পেয়েছেন।