চরফ্যাশনে বেগম রোকেয়া দিবস
নিজস্ব প্রতিবেদক ॥ ‘শেখ হাসিনার মমতা, নারী পুরুষ সমতা”এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় পৌর ভবন চত্বর থেকে র্যালী বের হয়ে ফ্যাসন স্কয়ারে এসে মিলিত হয়ে সেখানে প্রায় ৩০মি. সারিবদ্ধ ভাবে মানবন্ধন করা হয়। বেলা ১১টায় মহিলা বিষয়ক অফিসের মিলনায়নে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ^সের সভপাপতিতে¦ প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখিন, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ^াস ক্উান্সি আক্তারুল আলম সামু, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য সচিব আমির হোসেন, উপস্থিত ছিলেন, সাংবাদিক জামাল মোল্লা, মিজান নয়ন, কামরুল সিকদার, প্রমুখ।
অনুষ্ঠানে ৫জন জয়িতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জকারী বেগম রোকেয়া, সফল জননী নারী নাছিমা বেগম, শিক্ষা ও চাকুরীর জন্যে ইয়ামিন, সমাজ উন্নয়নে শহিনা বেগম, নির্যাতন বিভীশিখা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মোর্শেদা বেগমকে পুরস্কার প্রদান করা হয়।