খাদ্য অধিকার আইনের দাবিতে বরিশালে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৬:৩০, ডিসেম্বর ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।।‘খাদ্য অধিকার-মানবাধিকার’ স্লোগান নিয়ে খাদ্য সপ্তাহ উপলক্ষে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠক শিবানী চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক জেলা সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, রনজিৎ দত্ত্ব, জহিরুল ইসলাম জাফর, মজিবর রহমান খান, শুভংকর চত্রবর্তী, লিংকন বায়েন প্রমুখ। মানববন্ধনে বক্তারা সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন করার দাবি জানান। কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে গণসাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মাহাজিব রেজভী, যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ কর্মকার, আফরোজা আক্তার লিনা, মাহফুজ রায়হান, বোরহান মারুফ, ইমরান রনি, সৈকত দে, মনির হাওলাদার ও পপি আক্তার প্রমুখ।