কীর্তনখোলা নদীতে এমএল হায়াত লঞ্চ থেকে বিয়ার ও চোলাই মদ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৬:২৪, ডিসেম্বর ০৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কীর্তনখোলা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে বিদেশি বিয়ার ও দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকালে বরিশাল নদী বন্দর থেকে বাকেরগঞ্জগামী এমএল হায়াত লঞ্চে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল বিদেশি বিয়ার ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত মাদকগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম মেহেদী হাসান জানান, দক্ষিণাঞ্চলের নৌ-পথ মাদক মুক্ত রাখতে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।