লালমোহনে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ শীর্ষক’ সেমিনার
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহন ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শণী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স মাঠে প্রথমে প্রদর্শণী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং লালমোহন উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে এসময় আরও উস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূর নবী প্রমূখ।