বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৮, ডিসেম্বর ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সিরাজুল ইসলাম বাচ্চু (৪০) নামক এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় দেন। রায় দেওয়ার সময় সিরাজুল ইসলাম বাচ্চু আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বাচ্চু বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠীর মৃত আবুল হাসান মাষ্টারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ ডিসেম্বর র‌্যাব- ৮ নগরীর ইছাকাঠীতে বাচ্চুর বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৮ এর উপ সহকারী পরিচালক আনিচুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় সিরাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতে দেওয়া সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উল্লেখিত দণ্ডাদেশ দেয়া হয়েছে।