বরিশালে মোটরসাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষে যুবক নিহত

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৪, ডিসেম্বর ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষে আজিজুল হক (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আজিজুল গৌরনদী উপজেলার কালনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার এসআই মুজাম্মেল হক জানান, সোমবার দুপুর ১২ টার দিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের উত্তর পাশে মোটর সাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আজিজুল ও মাহেন্দ্রা চালক গুরুতর আহত হয়। স্বজনরা মোটর সাইকেল চালক আজিজুলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ’ এ ঘটনায় মাহেন্দ্রাটিকে আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন তিনি।