শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

দেশ জনপদ ডেস্ক | ১৩:০৩, ডিসেম্বর ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ রোববার করোনার উপসর্গ দেখা দেয়ায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান দীপু মনি। রোববার রাতে তার পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের  বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, রোববার করোনার উপসর্গ দেখা দেয়ায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান দীপু মনি। রোববার রাতে তার পরীক্ষার ফল পজিটিভ আসে। আবুল খায়ের আরও জানান, মন্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। গায়ে জ্বর থাকলেও স্বাভাবিকই রয়েছেন তিনি।