বরিশালে দুই ইউপি নির্বাচন স্থগিত

দেশ জনপদ ডেস্ক | ১২:১০, ডিসেম্বর ০৭ ২০২০ মিনিট

  নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশিত পত্র, জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উলানিয়া ইউনিয়নকে ভেঙ্গে উত্তর ও দক্ষিণ দু'টি ইউনিয়ন পরিষদ করা হয়েছে। ওই দুই ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু হাওলাদার ইউপি বিভক্তিকরণের বিষয়ে হাই কোর্টে রিট পিটিশন দায়ের করে। যার প্রেক্ষিতে ওই রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, রিট পিটিশন নিষ্পত্তি হলে পরবর্তিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আগমী ১০ ডিসেম্বর ওই দু'টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।